“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মহালছড়ি থানা কতৃপক্ষের উদ্যোগে ৫ জানুয়ারী (রবিবার) “জাতীয় পুলিশ সপ্তাহ- ২০২০” উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে থানা কম্পাউন্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুন্দর আয়োজন ও সুষ্ঠ ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দীন, মহালছড়ি বাজার বণিক সমিতির সভাপতি সুনিল দাশ, মহালছড়ি প্রেস ক্লাব সভাপতি দীপক সেন, সাধারণ সম্পাদক মিল্টন চাকমা, সিনিয়র সদস্য মো: সাহাদাৎ হোসেন, সদস্য মিল্টন চাকমা কলিন, সদস্য রিপন ওঝা, সমাজসেবক নিলব্রত চাকমা ও সমর চাকমা। এদিন রাত্রে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অন্যান্য অতিথিদের সাথে মত বিনিময় কালে মহালছড়ি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে আধুনিক ও জনবান্ধব করার জন্য বহুমূখী পদক্ষেপ গ্রহন করেছেন। এসময় তিনি আরো বলেন “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”- এই মূলমন্ত্রে উজ্জ্বীবিত হয়ে এলাকার আইন শৃংঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তিনি এবং তাঁর পুলিশ সদস্যগণ দৃঢ় প্রতিজ্ঞ। এ ব্যাপারে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। শেষে অতিথিদের সম্মানে এবং থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশ গ্রহনে এক নৈশ ভোজের আয়োজন করা হয়। এ উপলক্ষে এদিন পুরো থানা কম্পাউন্ড বর্ণিল আলোক সজ্জ্বায় সজ্জিত করা হয়।

 

মিল্টন চাকমা কলিন, মহালছড়ি প্রতিনিধি