ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামালসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) গভীর রাতে পৌর শহরের কেবিআই রোডে জামতলা মোড়ের কাছে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বিউটি ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়াকসপ, রনি মেশিনারীজ এন্ড হার্ডওয়ার পেইন্ট, বাসারের কাঠ নকশার দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৪টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূর্হুতের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।এরপর এলাকাবাসী ও গফরগাঁও ফায়ার সার্ভিসের কমীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার শফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রনি মেশিনারীজ এন্ড হার্ডওয়ার পেইন্টের স্বত্বাধিকারী রনি জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার যন্ত্রাংশ ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।