কি নেই! সব আয়োজনই আছে। কাগজ, প্রিন্টারে ব্যবহৃত বিভিন্ন ধরনের কালি, নিরাপত্তা সিল সংবলিত স্ক্রিন বোর্ড, গাম, ফয়েল পেপার, কম্পিউটারসহ বিশেষ কিছু যন্ত্রপাতি। নিচে পড়ে আছে কড়কড়ে নোটের বান্ডিল। রাজধানীর ধানমন্ডির আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে গড়ে তোলা হয়েছিল এমনই জাল মুদ্রা তৈরির কারখানা। এ বাসায় অভিযান চালিয়ে বিপুল জাল মুদ্রা উদ্ধার করেছেন র‍্যাব। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০ টার দিকে র‍্যাব ১০ এর মেজর শাহ‌রিয়ার নেতৃত্বে ধানমন্ডি ৭/এ আবাসিক ভবনে অবস্থিত ওই কারখানায় অভিযান চালায়। শেষ খবর জানা পর্যন্ত বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করেছে র‍্যাব। তাছাড়া কারখানা থেকে দুইজন ব্যক্তিকে আটক করেছে।

অভিযানের বিষয়ে মেজর শাহরিয়ার বলেন, ধানমন্ডির আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে জাল টাকার কারখানার সন্ধান মিলেছে। অভিযানে আনুমানিক ৪/৫ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তাছাড়াও নকল টাকা তৈরির নানা রকম সরঞ্জামসহ ২ জনকে আটক করা হয়েছে।