ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সংরক্ষিত সন্তোষপুর বনে বিদ্যুতায়িত হয়ে আহত বানরগুলো উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেছে বনবিভাগের বন্যপ্রানি ইউনিট। বনের ভিতর দিয়ে যাওয়া হাইভোল্টেজের বিদ্যুৎ লাইনের ৪ খুঁটিতে সিলভার তার পরিবর্তন করে কভারিং তার লাগিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।

সন্তোষপুর বনবিট কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন অভিযান চালিয়ে বনবিভাগের বন্যপ্রানি ইউনিটের ৪ সদস্যের একটি টিম আহত ৩ টি বানরকে উদ্ধার করে বঙ্গুবন্ধু সাফারী পার্কে চিকিৎসার জন্য নিয়ে গেছে। চিকিৎসা শেষে তাদেরকে আবার সন্তোষপুর বনে ছেড়ে দেয়া হবে।

মুক্তাগাছা পল্লী বিদ্যু সমিতির জিএম মকবুল হোসেন জানান, বনের যে স্থান দিয়ে বানরগুলো বেশি চলাচল করে সেখানের ৪ খুঁটির ১৪০ মিটার মিটার সিলভার তার পরিবর্তন করে কভার তার লাগনো হয়েছে। কভার তার লাগানোর পর নতুন কোন বানর আহত হয়নি বলে বনবিভাগ আমাদেরকে নিশ্চিত করেছে। উল্লেখ্য, সন্তোষপুর বনের ভিতর দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কভারবিহীন তারে বিদ্যু সংযোগ দেয়ার পর বিদ্যুতায়িত হয়ে একটি বানর মারা যায়। আহত হয় ৮/১০টি বানর।