গাজীপুরের কালীগঞ্জে বয়ষ্ক ভাতা’র টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না এক বৃদ্ধার। ‘ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে সোমবার বিকেলে ওই বৃদ্ধা বাসের ধাক্কায় নিহত হয়েছেন। তার নাম অঞ্জু রাণী দাস (৬২)। তিনি কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর গ্রামের মৃত পরেশ চন্দ্র দাসের মেয়ে।

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক ও নিহতের বড় ভাই নারায়ণ চন্দ্র দাসসহ স্থানীয়রা জানান, প্রায় ৪৫ বছর আগে নারায়নগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র দে’র সঙ্গে অঞ্জু রানী দাসের বিয়ে হয়। কিন্তু স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়ের এক বছরের মাথায় অঞ্জুকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। ফলে স্বামী পরিত্যক্তা অঞ্জু রাণী কালীগঞ্জের মুনশুরপুরে বাবার বাড়ি চলে আসেন এবং বসবাস করতে থাকেন। তিনি সোমবার বিকেলে কালীগঞ্জের কৃষি ব্যাংক থেকে বয়ষ্ক ভাতা’র টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। পথে তিনি কালীগঞ্জ বাসস্ট্যান্ডে পৌছলে কালীগঞ্জ পরিবহন লিমিটেড (কেটিএল) এর একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অঞ্জু রাণী দাসকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং বাসটি আটক করে। তবে ঘটনার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।