আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের দ্বিতীয় দিন আজ বুধবার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। অবরোধের কারণে যানজটে পড়ে ‘বিরক্ত’ হয়ে ছাত্রের বুকে পিস্তল ধরে গণপিটুনির শিকার হয়েছেন এক ব্যক্তি।

শিক্ষার্থীদের গণপিটুনির শিকার ওই ব্যক্তির নাম আলিফ রুশদি হাসান। ৪৫ বছর বয়সী আলিফ পেশায় একজন ব্যবসায়ী। তিনি পুরান ঢাকার সূত্রাপুরের বাসিন্দা। জানা গেছে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সরস্বতীপূজা। তাই নির্বাচন পেছানোর দাবিতে শাহবাড় মোড় অবরোধ করেন ঢাবি শিক্ষার্থীরা। এ সময় বারডেমের সামনে দিয়ে আলিফ রুশদি হাসান গাড়ি নিয়ে যেতে চাইলে বাধা দেন শিক্ষার্থীরা। তখন শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি সিলভার রঙের একটি পিস্তল বের করেন। পিস্তল দিয়ে এক ছাত্রের বুকে তাক করলে শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হন এবং তাকে মারধর শুরু করেন। এ সময় সঙ্গে থাকা আলিফের স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে আসেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে শাহবাগ থানায় নিয়ে যায়। এ সময় তার সঙ্গে লাইসেন্স করা আরেকটি শটগানও পাওয়া যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পিস্তলসহ ওই ব্যক্তিকে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সরস্বতীপূজা। এ কারণে ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে বিক্ষোভের পর বেলা দুইটার দিকে ইসি ভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে পদযাত্রা নিয়ে শাহবাগের দিকে রওনা হন অনেক শিক্ষার্থী। কিন্তু শাহবাগে পুলিশ তাদের বাধা দিলে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। প্রায় এক ঘণ্টা অবরোধের পর আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেন। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলেও একই দাবিতে শাহবাগ মোড় অবরোধন করেন ঢাবি শিক্ষার্থীরা।