বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) বুধবার ‘অ্যাডাপটিং সিরিয়াল ক্রপস টু এলিভেটেড ট্রপোস্ফেরিক ওজোন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া।

সেমিনারে জার্মানীর বন বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড রিসোর্স কনজার্ভেশন ইনস্টিটিউট এর ক্রপ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মাইকেল ফ্রেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে ইকোলোজিক্যাল সোসাইটির সভাপতি ও অত্র বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এম. আব্দুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) ও ইএসবি এর জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. মোঃ রুহুল আমীন। বিশ^বিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম ও ইকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ইএসবি) এর যৌথ আয়োজনে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও ইএসবি’র অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।