হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪ কেজি স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বুধবার সন্ধ্যায় বিজি-০৮৫ ফ্লাইটে তল্লাশি চালিয়ে বিজনেস ক্লাশের ৪ টি সীটের হাতলের ভেতরে বিশেষভাবে লুকানো ও কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণ বারগুলো জব্দ করা হয়। যা ১২টি দন্ড আকৃতির বস্তুর মতো দেখাচ্ছিলো।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বলেন, স্বর্ণ পাচার হওয়ার তথ্যে ওই ফ্লাইটে তল্লাশি করা হয়। এ সশয় দন্ড আকৃতির বস্তুগুলো বিমানবন্দরের অভ্যন্তরে ব্যাগেজ কাউন্টারে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে স্বর্ণ বারগুলো পাওয়া যায়। যার প্রতিটির ওজন ১ কেজি। আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি টাকা। জব্দ স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।