২২ জানুয়ারি বাংলাদেশ ই-পাসপোর্টের যাত্রা শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, রোববার (১৯ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ১১৯তম দেশ হিসেবে ২২ জানুয়ারি ই-পাসপোর্টের যাত্রা শুরু করবে বাংলাদেশ। প্রথমে ৩টি জায়গা থেকে ই-পাসপোর্ট বিতরণ করা হবে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধানমন্ত্রীর দূরদর্শী পদক্ষেপের সুফল দেশের মানুষ পেতে শুরু করছে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দক্ষিণ এশিয়ার কোন দেশ হিসেবে বাংলাদেশে আগামী ২২ জানুয়ারি শুরু হচ্ছে ই- পাসপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিন সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই-পাসপোর্ট এর উদ্বোধন করবেন।