খাগড়াছড়ি জেলার মহালছড়িতে মৎস্য দপ্তরের উদ্যোগে সরকারের মৎস্য সম্পদ সংরক্ষণ আইনে স্থানীয় বাজারে জাটকা ইলিশ বিক্রির বিরুদ্ধে এক অভিযান পরিচালনা করা হয়। এই সময় জাটকা ইলিশ বিক্রির অপরাধে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করায় জাটকা ইলিশ বিক্রির অপরাধে একজনকে অর্থদন্ডে দন্ডিত করা হয় এবং জব্দকৃত জাটকা ইলিশ মাছগুলি স্থানীয় নতুনপাড়া মাদ্রাসার এতিমদের মাঝে বিতরণ করে দেওয়া হয়।

২২ জানুয়ারী (বুধবার) মহালছড়ি বাজারে উক্ত জাটকা ইলিশ জব্দ করেন উপজেলা মৎস্য অফিসার প্রবীন চন্দ্র চাকমা। পরে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা দত্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা সদর এলাকার নতুন পাড়াস্থ মৃত হাসমত আলীর ছেলে মৎস্য ব্যবসায়ী মোঃ আলাউদ্দিনকে অর্থদন্ডে দন্ডিত করেন।

মিল্টন চাকমা কলিন,(মহালছড়ি) খাগড়াছড়ি প্রতিনিধি