মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান (মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসা) ‘স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২০২০’ সারাদেশে এক যোগে অনুষ্ঠিত হয়েছে। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন শেখাতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়।
এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ২৫ জানুয়ারি (শনিবার) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

মহালছড়ি এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, সিংগিনালা উচ্চ বিদ্যালয়, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়, লেমুছড়ি উচ্চ বিদ্যালয় সহ মহালছড়ির বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের স্কুল গুলোতে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্র/ছাত্রীরা আলাদা ভাবে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল ও স্বতস্ফূর্তভাবে ভোট প্রদান করে। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই নির্বাচনে ভোট প্রদান করে স্কুলের মোট ৮ জনকে ছাত্র/ছাত্রীকে তাদের প্রতিনিধি নির্বাচন করে।

মিল্টন চাকমা কলিন, (মহালছড়ি) খাগড়াছড়ি