করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে রাজধানীর গুলশানের একটি অভিজাত হাসপাতালে ভর্তি হয়েছেন এক চীনা নাগরিক। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে ওই চীনা নাগরিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

জানা গেছে, হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়া শুরু করেছেন। তবে ওই ব্যক্তি করোনাভাইরাস বহন করছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, চীনা নগরিকের স্বাস্থ্য পরীক্ষায় তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ধরা পড়ে। সরকারের নির্দেশ অনুযায়ী তাকে বাতাসে ঋণাত্মক চাপ আছে—এমন একটি কক্ষে রাখা হয়েছে। এই কক্ষের বাতাস বাইরে যায় না। প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেবল চীনেই আজ সোমবার পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে তিন হাজার।