কাতারে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ। আজ মঙ্গলবার এক অধ্যাদেশে শেখ খালিদকে নিয়োগ দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।কাতার নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’।

আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের বলা হয়, কাতারের প্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন নাসের বিন খালিফা আল-থানির পদত্যাগপত্র গ্রহণ করেন আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। এরপর এক অধ্যাদেশে আব্দুল্লাহ বিন নাসেরের স্থলাভিষিক্ত হন শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ। আমিরের উপস্থিতিতে কাতারের নতুন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ।