গাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পোশাক কারখানার চার নারী শ্রমিক নিহতের গুজবে বিক্ষুব্ধ শ্রমিকরা শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা শনিবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল ইসলাম ও স্থানীয়রা জানান, গাজীপুরের বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের কয়েক শ্রমিক শনিবার দুপুরে খাবারের বিরতির সময় বাসায় যাচ্ছিল। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় চার শ্রমিক আহত হয়। তারা হলো- সুইং অপারেটর শারমিন আক্তার (৩৫), রুবিনা বেগম (৩০), সালমা আক্তার (৩০) এবং সাবিনা আক্তার (৩০) স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তা এলাকার আল-হেরা হাসপাতালে নিয়ে যায়। পরে এদের মধ্যে গুরুতর আহত শারমিনকে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ওই দূর্ঘটনায় চার শ্রমিক নিহত হওয়ার গুজব তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং কারখানার পাশর্^বর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। ফলে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং উভয় পাশে আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে সড়কের উপর থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মনিরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ শনিবারের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।