চীনে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় অবরুদ্ধ উহান শহর থেকে ৩১৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে ৭ জনের জ্বর ১০০ ডিগ্রির বেশি থাকায় চিকিৎসার জন্য তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোগতত্ত্ব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা হ্যান্ড স্ক্যানারের সাহায্যে ফ্লাইটের ভেতরে যাত্রীদের জ্বর আছে কি না, তা এখন পরীক্ষা করে দেখছেন। যাত্রীদের মধ্যে ৮ জনের একটু বেশি জ্বর থাকায় চিকিৎসার জন্য তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি জানান, বাকি যাত্রীদের কোয়ারেন্টাইনে (সংক্রমণ প্রতিরোধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা) রাখার জন্য আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। তবে যারা চীন থেকেই ১৪ দিনের হিসাবে পর্যবেক্ষণে ছিল, তাদের অবশিষ্ট দিনগুলোর জন্য পর্যবেক্ষণে রাখা হবে। জানা গেছে, চীন থেকে আগতদের মধ্যে ৩১৩ জন পূর্ণ বয়স্ক নারী-পুরুষ ও তিনজন শিশু রয়েছে। এর আগে আজ শনিবার দুপুর ১২টার দিকে এই ৩১৪ জন বাংলাদেশি নাগরিক একটি বিশেষ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।