হাটবাজারের দিনে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে এক চোরকে চুরিরত অবস্থায় ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে উত্তেজিত জনতা। ৪ ফেব্রুয়ারি (মংঙ্গলবার) দুপুর ২ টার দিকে মহালছড়ি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংক ও বিকাশের দোকানে চুরি করার সময় হাতে নাতে ধরা পরে রেজাউল ইসলাম (৪০) নামে এক চোর। সে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার ৩ নং ইউনিয়নের নারগুন গ্রামের বাদু ইসলামের ছেলে বলে জানা যায়। এই ব্যাপারে তার বিরুদ্ধে মহালছড়ি থানায় রাত ৮ টার দিকে চুরির ৩৮০/৪১১ ধারায় মামলা রজু করা হয়েছে বলে জানিয়েছেন উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নুরুল ইসলাম।

উক্ত মামলার বাদী প্রিয়তোষ চাকমা জানান হাটবাজারের দিনে স্বভাবতই একটু মানুষের ভীড় থাকে, কিন্ত দুপুর দুইটার দিকে মানুষ কমে যাওয়ায় ক্যাশবক্স ছেড়ে তিনি পাশের রুমে গেলে সেই সুযোগে চোর ভিতরে ডুকে ক্যাশবক্স খুলার চেষ্টা করে। তখন তিনি আওয়াজ শুনতে পেয়ে এসে চোরকে হাতে নাতে ধরে পেলেন, সেই সময় সেখানে উপস্থিত জনতা চোরের উপর ক্ষেপে উত্তেজিত হলে চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মিল্টন চাকমা কলিন, (মহালছড়ি) খাগড়াছড়ি প্রতিনিধি