ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের দায়িত্ব বুঝে নেওয়ায় আগ পর্যন্ত প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল মোস্তফা। সিটি করপোরেশন আইন ২০০৯ অনুযায়ী এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ বিষয়ে প্যানেল মেয়র জামাল মোস্তফা জানান, তিনি আগামী ৯ ফেব্রুয়ারি দায়িত্ব বুঝে নেবেন। নতুন মেয়র দায়িত্ব না পাওয়া পর্যন্ত তিনি সব দায়িত্ব পালন করবেন।

ঢাকার দুই সিটি করপোরেশনের বর্তমান বোর্ডের পূর্ণ মেয়াদ শেষ হবে আগামী মে মাসে। এর মধ্যে দক্ষিণ সিটির চলমান বোর্ডের মেয়াদ শেষ হবে ১৬ মে এবং উত্তর সিটির মেয়াদ শেষ হবে ১৩ মে। যার কারণে নবনির্বাচিত মেয়রদের দায়িত্ব পেতে আরো সাড়ে চার মাস অপেক্ষা করতে হবে।

তবে উত্তর সিটির বর্তমান মেয়র আতিকুল ইসলাম পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করায় তার পদটি শূন্য হয়। তিনি তার নির্ধারিত মেয়াদের সাড়ে চার মাস আগে পদত্যাগ করেন। এজন্য বর্তমান মেয়রের পদটি শূন্য রয়েছে। মন্ত্রণালয়ের এ আদেশের ফলে বাকি সময় মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য দায়িত্ব পালন করবেন।