দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে আবারো জেঁকে বসেছে শীত। গেল কয়েক দিন থেকে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। গত তিন দিন ধরে এ জেলায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আজ শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলার পাঁচটি উপজেলার সাধারণ মানুষ কনকনে মাঘের শীতে মানবেতর জীবন যাপন করছে। সব চেয়ে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ।
এছাড়া দিন দিন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।