নিশীথের নিরবতা 
________ _________
নিশীথের নিরবতা
মনে জাগায় কতো কথা
চিন্তার ভারে ক্লান্ত হয়ে যায় আখিঁ
তবুও এখন ঘুম পাড়ায়নাতো মা কোলে ডাকি।

মাথা নিস্তেজ় প্রবল যন্ত্রনায়
বুক ফাঁটে শব্দহীন কান্নায়
চোখের পলক আর বন্ধ হয় না অন্ধকারে,
জীবন অস্তপ্রায় বেকারত্বের করাল গ্রাসের হাহাকারে,

নিজের সুখ নিয়ে কোনদিন তো ভাবিনি
তবু পারিনি হতে কারো নয়নমনি।

রাতের ঘন কালো নিস্তব্ধতায়
একদিন মা পাশে থাকতো ,হায়!
তবুও কাজল কালি অন্ধকারে
কেঁদে উঠতাম মাতৃ বক্ষোপড়ে।

দেওয়াল ঘড়িটিও আজ আমার ডাকে দেয়না সাড়া
হয়তো আমি ভীনগ্রহের প্রানী তাই সাথীহারা,
পাইনা কোনো শিযালেরও হুক্কা হুয়া শব্দ
পাহারাদার কুকুরেরাও নিস্তব্ধ।

চতুর্গুন বেশি অন্ধকারে
আজ একলা ঘরে,
করেনাতো আমার আর কোনো ভয়,
আমি সেই ভয় কে করে নিয়েছি জয়।

– কবি তুলোশী চক্রবর্তী