গতকাল ১৫ ফেব্রুয়ারি ২০২০, ঢাকা আগারগাঁও এর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মিলায়তনে হয়ে গেল সারাবাংলা ৯১ এর ব্যানারে “আমরাই বন্ধু বন্ধনে ৯১” বন্ধুদের এক জমজমাট আড্ডা, সাথে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান আর মজাদার খাবারে ভুরিভোজ। “সারাবাংলা ৯১” একটা বন্ধু গ্রুপ, এই গ্রুপে আছে ১৯৯১ সালে সারা দেশ ব্যাপি অনুষ্ঠিত এসএসসি পরিক্ষার অংশগ্রহণকারি পরিক্ষার্থী বন্ধুরা যারা এখন ছড়িয়ে ছিটিয়ে আছে দেশে বিদেশের সকল প্রান্তে। এই অনুষ্ঠানে আসা অনেকেই কেউ কাউকে চিনে না এমন লোকের সংখ্যাই বেশি, তবুও দেখে মনে হয়েছে এক অপরের কত চেনা, কত বছরের বন্ধুত্ব। আবার এমনো হয়েছে হারিয়ে যাওয়া বন্ধুকে ২০ বছর পরে দেখা পেয়েছে এই অনুষ্ঠান এসে। যাদের আগের থেকে পরিচয় ছিল বা এক স্কুলে পড়েছে , ক্যালেন্ডারের পাতায় ২০২০ সাল হলেও মিলায়তনের ভিতরের এসে সবাই চলে গিয়েছিল ১৯৯১ এ ধূসর স্মৃতির সন্ধানে।

মাত্র পাঁচ মাস আগে বন্ধু সালমা জেবুননেছার হাত ধরে তার হারিয়ে যাওয়া কয়েকজন বন্ধুকে খুঁজে পাবার প্রয়াসে এই গ্রুপের পথ চলা শুরু।সেই কয়েকজন বন্ধু কে সালমা এখনো খুঁজে না পেলেও, পেয়েছে ১২০০০ এর অধিক বন্ধু.. আশা আছে ভবিষ্যতে খুঁজে ফেরা বন্ধুসহ আরো অনেক বন্ধুর দেখা মিলবে। ১৯৯১ সালে অংশগ্রহনকারী ২ লাখ বন্ধুর কাছাকাছি পৌছে যাবার প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে ” সারাবাংলা ৯১”। অনুষ্ঠানটি পবিত্র কুরআন পাঠের মাধ্যমে শুরু হয় এবং এরপরে জাতীয় সঙ্গীত,গান, কবিতা কৌতুক সহ অকালে না ফেরার দেশে চলে যাওয়া বন্ধুদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন ও র‍্যাফেল ড্র এর মাধ্যমে শেষ হয় একটি সুস্থ সুন্দর বর্নাঢ্য বন্ধু সমাবেশ ।

ফাহমিদা আক্তার
সারাবাংলা ৯১