সাবেক নৌপরিবহন মন্ত্রী. আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা শাজাহান এমপি‘র বিরুদ্ধে ১শ’ কোটি টাকার মানহানী মামলা করার প্রতিবাদে মাদারীপুরে আধাবেলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার ঢাকা-বরিশাল মহাসড়কসহ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ¦ালিয়ে ইলিয়াছ কাঞ্চনের কুশপত্তালিকা দাহ করে প্রতিবাদ করে শ্রমিকরা। বেলা ১২টার পরে সবধরণের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, শ্রমিক নেতা শাজাহান খান এমপির বিরুদ্ধে মানহানী মামলা করার প্রতিবাদে খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রমিকরা মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়। সড়কের বিভিন্ন স্থানে ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা পোড়ারানো হয়। এ সময় সড়কগুলোতে চলাচল বন্ধ হয়ে যান। পূর্ব ঘোষণা ছাড়াই মাদারীপুরের শ্রমিকরা মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখেছে। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। দ্রুত মামলা প্রত্যাহারের দাবী জানান শ্রমিক নেতৃবৃন্দ। আর তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া কথা জানান তারা। এদিকে মামলা প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার সকাল ৯টায় শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

এছাড়া ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাজৈরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মোঃ ডাবলু বেপারী, ঘাট শাখার সভাপতি মোঃ ফারুক হোসেন, শিবচর শাখার কার্যকরী সভাপতি খোকন খাঁ প্রমুখ।
উল্লেখ্য, গত ১২ ফেব্র“য়ারি শ্রমিক নেতা শাজাহান খানের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে ১শ’ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

গত বছরের ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং নিরাপদ সড়ক চাইসহ তার পরিবারের সদস্যদের নিয়ে মন্তব্য করেন শ্রমিক নেতা শাজাহান খান এমপি। শাহজাহান খানের মন্তব্যকে উদ্ভট, বানোয়াট ও মিথ্যা আখ্যা দিয়ে বক্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন ইলিয়াস কাঞ্চন। তিনি তার বক্তব্য প্রত্যাহার না করায় ইলিয়াস কাঞ্চন আইনি পদক্ষেপ নেন। এদিকে মানহানির বিষয়টি আদালত আমলে নিয়ে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্য মামলার বিবাদী শাজাহান খান এমপিকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এব্যাপারে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খন্দকার খায়রুল হাসান নিটুল জানান, ‘যদি অবিলম্বে ইলিয়াছ কাঞ্চন মামলা প্রত্যাহার না করে তাহলে সারাদেশ অচল করে দেয়া হবে। আগামীতে সব সড়ক-মহাসড়কে সব ধরণের পরিবহন বন্ধ করা হবে।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ‘শ্রমিকদের আন্দোলনকে ঘিরে পথচারী ও যাত্রীদের নিরাপত্তায় সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সাবরীন জেরীন, মাদারীপুর