ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। শুক্রবার (২১ ফেব্র“য়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ধারাবাজার এলাকার রঘুনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। হালুয়াঘাট থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার এ তথ্য জানান। নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার বহেলা গ্রামের আরিফুল ইসলাম (২৫), বাঘমারা গ্রামের সজিব আহমেদ (৩৪), সাকিব (৪৫) ও মিজানুর রহমান (৩২)।

বিপ্লব কুমার জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ধারাবাজার এলাকার রঘুনাথপুরে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন ছয় জন। তাদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে সাকিব ও মিজানের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি বিপ্লব কুমার।