গাজীপুরের কালিয়াকৈরে রেলওয়ের সিগ্যনাল খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে চলন্ত ট্রেনের যাত্রী এক যুবক রবিবার নিহত হয়েছে। তার নাম আব্দুল হালিম (২২)। সে রাজশাহীর মুরারীপুরের নিচুপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল মান্নান জানান, জয়দেবপুর রেল স্টেশন থেকে ট্রেনে চড়ে রবিবার গ্রামের বাড়ি রাজশাহী যাচ্ছিলেন হালিম। এ সময় তিনি ট্রেনের দরজা দাঁড়িয়ে বাইরের দিকে হেলে ছিলেন। ট্রেনটি ঢাকা-রাজশাহী রেলরুটে কালিয়াকৈরের মৌচাক রেলস্টেশন এলাকায় পৌঁছালে রেললাইনের সিগ্যনাল খুঁটির সঙ্গে হালিমের ধাক্কা লেগে ট্রেন থেকে মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।