সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার যে ঘোষণা দেয়া হয়েছে তাতে অংশ নিচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। তারা আলাদা করে আগের মতই পরীক্ষার ব্যবস্থা করবেন। সোমবার বিকেলে বিশ^বিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে উপাচার্য এম আব্দুস সোবহান গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান।

তিনি বলেন, ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল একাডেমিক কাউন্সিলের সভায় তা নাকচ করে দিয়েছে রাজশাহী বিশ^বিদ্যালয়। ইউজিসির সাথে সভায় যে আলোচনা হয়েছিল একাডেমিক মিটিং শুরু হওয়ার আগেই সভাসদ সবার কাছে উপস্থাপন করা হয়েছিল। সভায় অধিকাংশ মত দিয়েছেন সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার। জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়, বুয়েট যেখানে সমন্বিত পরীক্ষায় যাবে না সুতরাং আমরাও যাচ্ছি না। অর্থাৎ আমাদের পূর্বে যেভাবে ভর্তি পরীক্ষা হতো তা কার্যকর থাকছে।

উপাচার্য সোবহান আরও বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষার ফলে বিভিন্ন বিশ^বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে। আমরা রাজশাহী বিশ^বিদ্যালয়ে যেভাবে স্বচ্ছতার সাথে পরীক্ষা নিবো প্রত্যন্ত বিশ^বিদ্যালয়গুলোর পরীক্ষাতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকবে। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হাসিল হবে না। এমন তো নয় যে আমরা যাদের পরীক্ষা নিবো তারাই আমাদের বিশ^বিদ্যালয়ে ভর্তি হবে। আমরা চাই কোয়ালিটি সম্পন্ন পরীক্ষা।
একাডেমিক কাউন্সিলের সদস্য ও বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম খান বলেন, আমরা যেভাবে ভর্তি পরীক্ষা নেই তা শতভাগ স্বচ্ছ ও নিরাপদ। কিন্তু অন্য বিশ^বিদ্যালয়গুলো যে এভাবে পরীক্ষা নিতে পারবে তা নিয়ে শঙ্কা থেকে যায়। সবগুলো বিশ^বিদ্যালয়ের অবকাঠামো তো এক নয়। তাই আমরা চাই আগে নিরাপদ ভর্তি পরীক্ষা কিংবা আমাদের চেয়ে ভালোভাবে পরীক্ষা নেয়ার নিশ্চয়তা দেয়া হোক, তবেই আমরা সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় যেতে পারি। তার আগে নয়।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসি’র সভায় সর্বসম্মতিক্রমে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা শিক্ষা পরিষদ ও সিন্ডিকেটে আলোচনা করে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়ার কথা জানান। তবে ইতোমধ্যে বুয়েট, চবি ও ঢাবি সমন্বিত ভর্তি পরীক্ষা অংশ নেবে না বলে জানিয়েছে।

আশিক ইসলাম, রাবি প্রতিনিধি