ওমানে আরও একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে দেশটিতে মোট পাঁচজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন আক্রান্ত রোগী ইরান ভ্রমণকারী এক ব্যক্তির সঙ্গে সাক্ষাত করেছেন। তিনি তার কাছ থেকে এ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে ওমানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজন রোগী ভালো আছেন। তবে করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়ার এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কারও হাঁচি বা কাশি হলে মন্ত্রণালয়ে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।