রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ইকুয়্যাল রাইটস অর্গানাইজেশনের (ইআরও) উদ্যোগে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিশ^বিদ্যালয় সংলগ্ন বুধপাড়া হরিজন পল্লীর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পড়–য়া প্রায় একশো শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ও ইআরও এর উপদেষ্টা আমিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সংগঠনটির রাজশাহী জেলা শাখার সহসভাপতি পলাশ প্রামাণিক, সাধারণ সম্পাদক সেতু রায়, রাবি সাধারণ সম্পাদক কৌশিক চন্দ্র বর্মণ ও মানবাধিকার সম্পাদক সুকমল চাকমা প্রমুখ।

কর্মসূচিতে ইআরওর প্রতিষ্ঠাতা রাজ কিরণ দাস বলেন, কেবলমাত্র মননশীল শিক্ষার্থীরা একটি সমৃদ্ধ দেশ ও তার দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে জাতিগত সম্প্রদায়ের সমস্ত মানুষ তাদের বর্তমান সময়ের প্রস্তুত করতে পারে না। বিদ্যমান বাঁধাগুলি রোধ করে সব দিক থেকে তাদের প্রস্তুত করার এখন সময় এসেছে। প্রান্তিক সম্প্রদায়ের সন্তানদের সমর্থন করে তাদের মাঝে শিক্ষা উপকরণ সরবরাহর করা হয়েছে। যাতে তারা জীবন গড়ার স্বপ্ন দেখতে পারে। ২০১৯ সালের ১৬ জুন থেকে যাত্রা শুরু করে সংগঠনটি ২০১৯-২০ অর্থবর্ষে উপকরণ বিতরণ প্রোজেক্ট কর্মসূচী পালন করে আসছে। প্রজেক্টটির অধীনে এটিই সর্বশেষ বিতরণী।

আশিক ইসলাম
রাজশাহী বিশ^বিদ্যালয়, রাবি প্রতিনিধি