নেত্রকোনার দুর্গাপুরে পিকনিকে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয় শিক্ষাথী্ হৃদয়, মাহাবুব, ইয়াসিন ও আশরাফুল। তাদের মরদেহ বাড়িতে পৌছার পর কাঁদছে স্বজনরা , কাঁদছে এলাকাবাসি।এ কাঁন্না কিছুতেই থামছে না। সন্তান হারানো স্বজনদের আর এলাকাবাসির আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

রোববার সকালে গৌরীপুরের শালিহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে চারজনের লাশ নিয়ে আসা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের স্বজনরাসহ এলাকার মানুষ।

বেলা এগারোটায় শালিহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে চারজনের জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মালবাহী পিকআপ ভ্যানে করে সন্তানদের পিকনিকে পাটিয়ে যারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের বিচার দাবী করেছেন নিহতদের পরিবার ও এলাকাবাসি।

উল্লেখ্য, শনিবার রাতে নেত্রকোনার দুর্গাপুরে পিকনিকে গিয়ে ফেরার পথে সড়ক দুঘ্টনায় নিহত হয় চার শিক্ষাথী্। এদের সবার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে।

 

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ