ডাক্তার সংকটের কারণে ঝিনাইদহ সদর হাসপাতলে এখনো জনদুর্ভোগ কমেনি। শত শত রোগী ঠিক মতো চিকিৎসা হচ্ছে না। অথচ প্রতিদিন রোগীর চাপ বাড়ছে। বর্হিবিভাগে প্রতিদিন প্রায় পনের’শ রোগী চিকিৎসা নিতে আসছে। মুজিব বর্ষে সব সেক্টরে উন্নত সেবা নিশ্চিত করার জন্য প্রচার প্রচারণা চালানো হলেও সদর হাসপাতালে ডাক্তার স্বল্পতা নিরসনে কার্যত কোন পদক্ষেপ নেই স্বাস্থ্য মন্ত্রনালয়ের। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর হাসপাতালে ডাক্তারের ৪০ টি পদের মধ্যে এখনো ১৯টি পদ খালি রয়েছে। এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসার পদ রয়েছে ৮টি। স্বাস্থ্য বিভাগের বিশেষ দায়িত্বে থাকা ডাঃ ইমদাদুল হক জানান, সদর হাসপাতালে সিনিয়র কনসালটেন্টের ৮টি পদ খালি রয়েছে। এরমধ্যে কার্ডিওলজি, সার্জারি ও ইএনটিসহ ৮টি পদে কোন সিনিয়র কনসালটেন্ট নেই। তিনি বলেন, হাসপাতালের সেবার মান ও ফ্রি ওষুধ সরবরাহ সন্তোষ জনক হলেও একটা জায়গায় আমরা দুর্বল। সেটা হচ্ছে ১৯টি পদে চিকিৎসক পাচ্ছি না। তিনি বলেন ঝিনাইদহ সদর হাসপাতালকে মডেল হাসপাতাল বানাতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। সীমিত সম্পদ ও জনবল দিয়ে আমরা রোগীদের সন্তষ্ট করার চেষ্টা চালাচ্ছি। এদিকে নতুন ২৫০ শয্যার ভাবনটি হস্তান্তর না হওয়ায় রোগীরা মেঝে ও বারান্দায় রাত কাটাচ্ছে।