ঠাকুরগাঁওয়ে মুজিবশতবর্ষ উদযাপনে আলোচনা সবা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অয়োজনে ৪ মার্চ বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, সম্বিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে প্রমুখ।

সভায় আগামী ১৭ মার্চ ভোরে ২১ বার তোপধ্বনির মাধ্যমে মুজিবশতবর্ষ উদযাপনের কর্মসূচী শুরু ,জেলা পরিষদ ডাক বাংলোয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন সহ অন্যান্য কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও