মুক্তিপণের দাবীতে রাজধানী থেকে অপহরণের দু’দিন পর শনিবার এক মাদ্রাসা ছাত্রের লাশ গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোঃ ইব্রাহিম হোসেন (১০)। সে ঢাকার হাজারীবাগ এলাকার মনির হোসেনের ছেলে। ইব্রাহিম ওই এলাকার দারুল উলুম মাদ্রাসার ছাত্র ছিল।

জিএমপি’র সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভ্ঞূা ও নিহতের স্বজনরা জানান, গত বৃহষ্পতিবার (৫ মার্চ) রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে অপহৃত হয় ইব্রাহিম। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে হাজারীবাগ থানায় সাধারণ ডায়েরী করেন। পরে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে ইব্রাহিমের বাবার কাছে মুক্তিপণের টাকা দাবি করে হুমকি দেয়। উপায়ান্তর না দেখে মনির হোসেন বিকাশের মাধ্যমে মুক্তিপণ বাবদ ১০ হাজার টাকা দেয় অপহরণকারীদের। কিন্তু ওই টাকা দেয়ার পরও ইব্রাহিমের সন্ধান পাননি স্বজনরা। এদিকে অপহরণের দু’দিন পর শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের মিরেরগাঁও এলাকায় রেললাইনের পাশে এক মাদ্রাসা ছাত্রের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। গাজীপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে অপহৃতের স্বজনরা হাসপাতালে এসে ইব্রাহিমের লাশ শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণকারীরা ইব্রাহিমকে অপহরণের পর শ^াসরোধে তাকে হত্যা করে লাশ সেখানে ফেলে পালিয়ে যায়।