করোনা ভাইরাসে আক্রান্তদের আলাদা করে রাখা (কোয়ারেনটাইন) ধসে ১০ জন মারা গেছেন। একটি হোটেলে করোনা আক্রান্তদের রাখা হয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ জন নিখোঁজ ছিলেন। খবর বিবিসি।

চীনের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গতকাল রবিবার জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে ৪৩ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়। বাকি ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে নিখোঁজ ২৮ জনের জন্য উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। জানা গেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুজিয়ান প্রদেশের চুয়ানজু শহরে পাঁচতলা ওই হোটেল ধসে পড়লে অন্তত ৭০ জন ভেতরে আটকা পড়েন। শিনজিয়া নামের হোটেলটি সম্ভাব্য করোনা ভাইরাস আক্রান্তদের কোয়ারেনটাইনে রাখতে ব্যবহৃত হচ্ছিল।