জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৭ই মার্চ (মঙ্গলবার) গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের প্রবেশ গেইট বিনামূল্যে দর্শণার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও একশ প্রজাতির গাছ রোপনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, জাতির পিতার জন্মশতবার্ষিকী সারাদেশে একযোগে উদযাপিত হবে। এরই অংশ হিসেবে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক বন্ধের দিন খোলা থাকবে। বিশেষ এই দিনটিতে দর্শনার্থীরা বিনামূল্যে পার্কে প্রবেশের সুযোগ পাবেন, তবে পূর্বের মত টিকেট সংগ্রহ করে বিভিন্ন ইভেন্ট দেখতে হবে। পার্কের প্রকল্প পরিচালক মোঃ জাহিদুল কবির স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা ঘোষণা দেওয়া হয়। এছাড়াও জাতির পিতার জন্মশত বার্ষিকীতে পার্কটিতে আলোকসজ্জা ও একশ প্রজাতির গাছ রোপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।