অনুরণ 

আমি না হয় একটু অন্যরকমই রইলাম
আপনি থাকুন না আপনার মতো
আমি না হয় অন্যরকমই রইলাম…………

আপনার শহর জুড়ে যখন নির্ঘুম রাত্রি নেমে আসে
ল্যাম্পপোস্টের মৃদুল আলোয় আমি তখন
তাকিয়ে রই স্বচ্ছ কাঁচের বুকে………….
সেখানে অপারগ পৃথিবীর মৌনতা, স্বচ্ছতা দোদুল্যমান,
স্বচ্ছতা বলতে সত্যিই কি কিছু আছে?
স্বচ্ছতা কেবলই পরিহাস, মুখশ্রী পৃথিবীর উপমা
আমি মৌনতাকে আঁকড়ে ধরে পৃথিবীর সীমান্তপথে
এগিয়ে চললাম দূর হতে বহুদূর………..
আমি না হয় একটু অন্যরকমই রইলাম।

সুখে ছিলাম কবে মনে নেই
দুঃখগুলো আমার শাড়ীর ভাজে ভাজে
অহর্নিশি নাটকীয় অনুরণে নৃত্যরত……..
কখনও ছুঁয়েছিল আপনাকে আমার দুঃখগুলো?
অনুভব আর অনুভুতির অর্থ হয়তো সমর্থক
কিন্তু দুটোই হৃদয়ের এপিঠ ওপিঠ……..
চোখে আমার এক সমুদ্র জল
তবুও, চোখের কাজল চোখেই পড়ে রয়
আমি না হয় একটু অন্যরকমই রইলাম।

আপনি বড় বেশি সরল জানেন!
অভিমান আর অনুরাগ এর পার্থক্য টা আজও বুঝেননি
অভিনয়টা আমাদের দু’জনকেই করতে হয়
কখনও আপনি, কখনও বা আমি……..
আচ্ছা বলুন তো!
আলো আর আঁধারের মিলন কি কখনও হয়?
সকালের সুর্যটা আপনারই থাক
আমি না হয়, অন্ধকারেই অভিশপ্ত হলাম
আমি না হয় একটু অন্যরকমই রইলাম।

–আমেনা ফাহিম