করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ চলাকালীন সকল আবাসিক হল বন্ধ থাকবে। সোমবার দুপুর ১টায় বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।

এবিষয়ে জানতে চাইলে বিশ^বিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্ব) মো.লুৎফর রহমান বলেন, করোনা মহামারী আকার ধারণ করার আগেই আমাদের সচেতন হতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মিলে প্রায় ৪০ হাজার মানুষের সমাগম। এই বড় জনগোষ্ঠীর মধ্যে থেকে একজন আক্রান্ত হলে তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই সবকিছু বিবেচনা করে আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলাম।

এরআগে গতকাল রবিবার করোনা সংক্রমণের আশঙ্কায় বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং পরিসংখ্যান বিভাগ ক্লাস পরীক্ষা বর্জন করে।#

আশিক ইসলাম
রাজশাহী বিশ^বিদ্যালয়