প্রয়োজন হলে সেনাবাহিনীর সহায়তায় তুরাগপাড়ের ইজতেমা ময়দানকে কোয়ারেন্টিনের কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখনো ভালো আছি, এখনো নিয়ন্ত্রণে রেখেছি। এই অবস্থা অব্যাহত রাখতে আপনাদের সবার সহযোগিতা চাই আমরা।’

তিনি আরও বলেন, ‘কুয়েত মৈত্রী হাসপাতালে রোগীরা এখন চিকিৎসা নিচ্ছে। আমরা ঢাকা শহরে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান, বেশ কয়েকটি হাসপাতাল চিহ্নিত করেছি যেখানে ২ হাজার বেডের মতো আমরা রাখতে পারব। রোগীর সংখ্যা যদি কোনোক্রমে তার থেকেও বেশি হয়ে যায় তাহলে আমরা আরও বড় জায়গা চিহ্নিত করেছি। বিশ্ব ইজতেমার ময়দান আমরা আর্মির কাছে দিয়েছি, তারা সেই জায়গাটি নিয়ন্ত্রণে নিচ্ছে। যদি কোয়ারেন্টিনের জন্য প্রয়োজন হয় তাহলে সেই জায়গাটি ব্যবহার করা হবে।’

উল্লেখ্য, দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭। আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, নতুন আক্রান্তরা সবাই একই পরিবারের সদস্য। তাদের পরিবারের একজন ইতালি ফেরত।