করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নওগাঁয় হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকানসহ জনসমাগম হয় এমন স্থাপনাগুলো বন্ধ ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় শহরের দয়ালের মোড়, কলেজ মোড়, মুক্তির মোড়সহ সব খাবারের দোকান ও জনসমাগম হয় এমন স্থাপনাগুলো বন্ধ রাখার নির্দেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। এই নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন ও নিরাপদ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময়ে তিনি নাগরিকদের একান্ত প্রয়োজন ছাড়াও বাড়ির বাইরে না যাওয়ার অনুরোধ করেন।

এদিকে, নিজেদের নিরাপদ রাখতে উপজেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা।