করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সচেতনতা উপেক্ষা ও সরকারি নির্দেশনা না মেনে কোচিং সেন্টার পরিচালনা করায় রবিবার গাজীপুরের কাপাসিয়ায় এক শিক্ষককে ২০ হাজার টাকা অর্থদন্ড ও তা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইছমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কাপাসিয়ার ইউএনও ইছমত আরা জানান, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ কোচিং সেন্টারসমূহ বন্ধের নির্দেশ দিয়েছেন। কিন্তু সরকারী ওই নির্দেশ অমান্য করে স্থানীয় হরিমঞ্জুরী উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক আলমগীর হোসেন কাপাসিয়া কলেজ রোড সংলগ্ন বাদল মেম্বারের বাসায় কোচিং সেন্টারে পাঠদান করছিলেন। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে শিক্ষার্থী জমায়েতের সত্যতা পেয়ে ওই শিক্ষককে ২০ হাজার টাকা দন্ড ও তা আদায় করা হয়। অভিযুক্ত শিক্ষক আলমগীর হোসেন ২০১১ সন থেকে শিক্ষকতার পাশাপাশি কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলেন বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন।