দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে তিনজন স্বাস্থ্য কর্মী রয়েছেন। তাদের মধ্যে একজন চিকিৎসক ও দুজন নার্স। আজ সোমবার বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ের প্রথম দিনে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশে এখন পর্যন্ত মোট ৬২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত পেয়েছি মোট ৩৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত হয়েছেন ছয়জন। এই ছয়জনের মধ্যে পুরুষ তিনজন, নারী তিনজন।’

ডা. ফ্লোরা আরও বলেন, ‘এর মধ্যে দেশের বাইরে থেকে এসেছেন দুজন। এদের মধ্যে দীর্ঘ মেয়াদী রোগ ছিল দুজনের। এই ছয়জনের মধ্যে একজন স্বাস্থ্য কর্মী রয়েছেন। এ পর্যন্ত মোট স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছেন তিনজন। এর মধ্যে একজন চিকিৎসক এবং দুজন নার্স রয়েছেন।’

এদিকে দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ছয়জন। এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।