দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরই লকডাউন নেপাল, আগামীকাল স্থানীয় সময় সকাল ৬টা থেকে পুরো নেপালে লকডাউন শুরু হয়ে চলবে ৩১ মার্চ পর্যন্ত।

নেপালের সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমসে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, আগামী শুক্রবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা জাতির উদ্দেশে ভাষণে এ ব্যাপারে দিক নির্দেশনা দেবেন।জানা যায়, ২৩ জানুয়ারি চীন থেকে নেপালে আসা এক শিক্ষার্থীর শরীরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর আজও (সোমবার) ফ্রান্স থেকে নেপালে আসা আরেক কিশোরীর শরীরেও এ ভাইরাস ধরা পড়েছে। করোনা সংক্রমনের আশঙ্কায় এরই মধ্যে নেপালের সব সিনেমা হল, স্টেডিয়াম, সুইমিংপুল আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজধানী কাঠমান্ডুতে দু’টি কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত করে রেখেছে সেনাবাহিনী।