মিরপুরের টোলারবাগ এলাকায় মানুষের চলাচল সীমিত করেছে পুলিশ। মাইকে ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার অনুরোধ করছে পুলিশ। ওই এলাকায় মাইকিংয়ে এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘কেউ ১৪ দিনের মধ্যে বের হতে পারবেন না। যারা বাইরে গেছেন শুধু তারাই ভেতরে যেতে পারবেন।’

মিরপুর বিভাগ দারুসালাম জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা আফরোজ মাইকিং করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লকডাউন নয়, জনসমাগম সীমিত করতেই মাইকিং করা হচ্ছে।

জনসচেতনতা চালিয়ে যেতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান এডিসি।

প্রসঙ্গত, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পর পর দুই ব্যক্তি মারা যাওয়ার পর রাজধানীর মিরপুরের টোলারবাগে চলাচল সীমিতকরণের ঘোষণা দেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক। গতকাল রোববার রাতে আসলামুল হক নিজে মাইকিং করে এ ঘোষণা দেন, তিনি বলেন, ‘মানুষকে সচেতন করার জন্য টোলারবাগে চলাচল সীমিতকরণ করা হয়েছে। তবে লকডাউন করা হয়নি। লকডাউন করার ক্ষমতা এমপির হাতে নেই। লকডাউন করার প্রয়োজন হলে নির্বাহী প্রশাসন এটি করবে।’