সংযুক্ত আরব আমিরাত সরকার আগামী দুই সপ্তাহের জন্য দেশটির সব বাণিজ্যিক কেন্দ্র এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে মাছ,মাংস মার্কেটেও বন্ধ থাকবে বলে জানিয়েছে আমিরাত সরকার। সোমবার দেশটির স্বাস্থ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, আগামী ৪৮ ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে তবে এতে মুদির দোকান এবং ফার্মেসি খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

রেস্তোরাঁর ক্ষেত্রের শুধু পার্সেল চালু থাকবে। এদিকে আমিরাতের সকল বাসিন্দাদের জন্য ‘স্টে হোম’ বা বাসায় থাকার জন্য একটি নতুন প্রচরণা শুরু করা হয়েছে এবং এটি বাস্তাবায়নের জন্য সকলকে আহবান করা হচ্ছে। যাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা করোনাভাইরাস কমিয়ে আনা বা সীমিত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

কভিড-19 এর বিস্তার মোকাবিলায় দেশটির সরকার যে কয়েকটি উদ্যোগ নিয়েছে সেগুলোর মধ্যে এই প্রচার অভিযান অন্যতম। দেশের অনেক নাগরিক ও বাসিন্দারা আপাতত স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছে। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে এই পর্যন্ত ১৯৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এই ভাইরাস থেকে চিকিৎসা নিয়ে সেরে উঠেছেন ৪১ জন এবং মারা গেছে ২ জন।