খাগড়াছড়ির মহালছড়িতে মহালছড়ি উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তি বার্তায় সকল ধরনের জনপরিবহন ও গুরত্বপূর্ণ দোকানপাট ছাড়া সকল ধরনের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ মার্চ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত।

এতদ্বারা সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে অদ্য ২৫/০৩/২০২০ খ্রীস্টাব্দ তারিখ হইতে ঔষুধের দোকান, মুদির দোকান, চালের দোকান, মোবাইল রিচার্জ দোকান, জ্বালানি তেলের দোকান ব্যতিত সকল দোকান পাঠ বন্ধ থাকবে। পণ্যবাহী গাড়ি, এম্বুলেন্স, ঔষুধ পত্র বাহী গাড়ি ও সংবাদ পত্র গাড়ি ব্যতিত সকল জানবাহন বন্ধ সহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ হাটবাজার ও বন্ধ থাকবে। প্রত্যেকে বাড়িতে অবস্থান করবেন। শিশুদের বাড়িতে অবস্থান নিশ্চিত করবেন। সকল ধরনের রাজনৈতিক সভা সমাবেশ বন্ধ। জুরুরী প্রয়োজন ছাড়া মাস্ক ব্যতিরেখে কেউ বাড়ীর বাইরে যাবেন না।

আদেশক্রমে
প্রিয়াংকা দত্ত
উপজেলা নির্বাহী অফিসার ও
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট
মহালছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা

 

মিল্টন চাকমা কলিন(মহালছড়ি) খাগড়াছড়ি