করোনাভাইরাস পরীক্ষা করতে বাংলাদেশকে ৩০ হাজার কিট দিয়েছেন বিশ্ব বিখ্যাত অনলাইন মার্কেট প্লেস আলিবাবার সহপ্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা। চীন থেকে জ্যাক মার পাঠানো এ কিটগুলো ঢাকায় এসে পৌঁছেছে। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ও উপপ্রধান হুয়ালং ইয়ান।

জ্যাক মা এর আগে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশসহ কয়েকটি দেশকে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। জ্যাক মা লেখেন, ‘১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তা পোশাক করোনা মোকাবিলায় বিভিন্ন দেশে অনুদান হিসেবে দেওয়া হবে। সেই সঙ্গে ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেওয়া হবে।’

করোনাভাইরাস মোকাবিলায় জ্যাক মার এ উপহার বাংলাদেশ ছাড়াও পাবে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা সম্প্রতি অবসরে গেছেন। বর্তমানে তিনি নিজেকে নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রেখেছেন।