যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই দেশটির স্বাস্থ্যমন্ত্রীর এ ভাইরাসে আক্রান্ত হলেন। দেশটির স্থানীয় সময় শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর করোনা আক্রান্তের খবর জানানোর পর দুপুরের দিকে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককেরও আক্রান্তের খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর ম্যাট হ্যানকক নিজেই তার টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমার শরীরে করোনাভাইরাসের বড় লক্ষণ ছিল না। তবে পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। এখন স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছি। বাসা থেকে অফিস করব।’ এ নিয়ে টুইটারে একটি ভিডিও জুড়ে দেন তিনি।

এর আগে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটারে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমার শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো দেখা দিলে পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে। আমি স্বেচ্ছায় আইসোলেশনে গেছি। ঘরে বসে আমি সরকার পরিচালনার কাজ করে যাব।’ তিনি টুইটারে একটি ভিডিও বার্তাও দেন।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১১ হাজার ৮১৬ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫৮০ জন।