অবশেষে যমদুতের সাথে লড়ায়ে হার মানতে হল আমেরিকা প্রবাসী মির্জা হুদা সোহাগ কে। করোনা ভাইরাস মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছেন নিউইয়র্ক প্রবাসী জনাব মির্জা হুদা (৪৪)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সময় ৬.৩০ মিনিটে এলমাস্ট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে নিউইয়র্ক প্রবাসীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। বন্ধুপ্রতীম ও পরোপকারী ব্যাক্তি হিসাবে তিনি দেশে ও বিদেশে সকলের কাছে পরিচিত। তিনি যশোর এর সন্তান। এসএসসি ১৯৯১ “নতুন খয়েরতলা মাধ্যমিক স্কুল যশোর” এবং এইচএসসি ১৯৯৩ “ক্যান্টনমেন্ট কলেজ যশোর” থেকে পাস করেন।পরবর্তীতে গ্র‍্যাজুয়েশন শেষ করে তিনি আমেরিকায় চলে যান এবং সেখানে স্ত্রী,কন্যা ও পুত্র নিয়ে বসবাস করেন। মির্জা হুদা সোহাগ নিউইয়র্ক থেকে প্রকাশিত একমাত্র দৈনিক বাংলা সংবাদ মাধ্যম “বিডিনিউজ.লাইভ ” এর এডিটর ইন চিফ, এ ছাড়া তিনি ” আ্যড এন্ড টেক” নামে একটা সফটওয়্যার কোম্পানির ও কর্নধার।

মরহুমের জানাযা নামাজের সময় পরবর্তীতে জানানো হবে ইনশাআল্লাহ। নিউইয়র্ক থেকে এ তথ্য নিশ্চিত করেছেন আন-নূর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ ইসমাইল। এ নিয়ে নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মোট ১৪জন বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে সর্বশেষ ২৪৪৫ জন করোনায় মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩৬২ জন। দেশটির নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত ৫৯ হাজার ৫১৩ এবং মারা গেছেন ৯৬৫ জন।

Fahmida Aktar