পাবনায় জনগনের মাঝে সচেতনতামূলক প্রচারসহ রাস্তায় রাস্তায় জীবানুনাশক পানি ছিটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর-১১ পদাধিক ডিভিশনের একটি ইউনিট। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেনা সদস্যরা পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডসহ বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালনা করেন তারা। এ সময় সেনাবহিনী জনগনকে নিজ নিজ বাড়িতে সাবধানতার সাথে অবস্থান করতে অনুরোধ জানান। সেনাবাহিনী বিদেশ থেকে ফেরা মানুষদেরকে হোম কোয়ান্টারাইনে থাকার জন্য আহবান করেন। বারাবার জীবানুনাশক দিয়ে হাত ধুঁতে ও অহেতুক নাকে এবং মুখে হাত না দিতে অনুরোধসহ নানা ধরনের প্রচার চালান সেনা সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের কর্মকর্তাবৃন্দ তাদের সাথে অংশ নেন এই সচেতনতামূলক কার্যক্রমে।
অপরদিকে সোমবার দিনব্যাপী করোনা ভাইরাসের মরণ ছোবলে আতঙ্কিত ও ভীত সন্ত্রস্ত সাধারণের মাঝে আতঙ্ক ও ভীতি দূর করার জন্য সরকারের পাশাপাশি ব্র্যাক বিভিন্ন ধরণের সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে। পাবনা জেলার ব্র্যাক লার্নিং সেন্টার, ব্র্যাক আঞ্চলিক অফিস এলাকা ও শাখা অফিসের ব্র্যাকের সকল কর্মীরা বাড়ী বাড়ী গিয়ে লিফলেট ও ষ্টিকার বিতরণসহ বিভিন্ন এলাকায় সচেতনতা বৃদ্ধিতে নানা প্রচারাভিযান চালান। সচেতনতামূলক কার্যক্রমে ব্র্যাক প্রগতি পাবনা-১’র আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুজ্জামান, ব্র্যাক প্রগতি পাবনা-২’র আঞ্চলিক ব্যবস্থাপক শেখ আব্দুর রশিদ, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক নির্মল কান্তি ভাদুরীসহ পাবনা সদর-১ ও পাবনা সদর-২ এলাকার এলাকা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। ব্র্যাক প্রধান কার্যালয়ের নির্দেশনায় মাঠ পর্যায়ে এই কর্মসূচী চালাচ্ছেন বলে কর্মকর্তারা জানান।