যুক্তরাজ্যে করোনাভাইরাসে একদিনে ৩৯৩ জনের রেকর্ড মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর পরিমান দাঁড়াল ১৮০৮ জনে। আজ মঙ্গলবার নতুন এই পরিসংখ্যান প্রকাশ করে দেশটির স্বাস্থ্য বিভাগ।

শুধু ইংল্যান্ডেই মারা গেছে ৩৬৭ জন। স্বাস্থ্যবিভাগ জানিয়েছে যারা মারা গেছেন, তাদের বয়স ১৯ থেকে ৯৮ বছর বয়সের মধ্যে। এদের মধ্যে ২৮ জনের কোনো শারীরিক সমস্যা ছিল না।

ইংল্যান্ডের বাইরেও মৃত্যুর ঘটনা ঘটেছে। স্কটল্যান্ডে ১৩জন, ওয়েলসে ৭জন, নর্থান আয়ারল্যান্ডে ৬জন মারা গেছেন বলে জানানো হয়েছে স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে। পুরো যুক্তরাজ্যে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১৫০জন।

ব্রিটেন কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাসের কারণে সেখানে বিদ্যুৎ সরবরাহ বিলম্বিত হতে পারে। সরকারি লকডাউন, আইসোলেশনের নির্দেশ ও কর্মীদের অসুস্থ হয়ে পড়ায় যেকোনো মুহূর্তে পর্যাপ্ত কর্মীর ঘাটতি দেখা দিতে পারে। পরিস্থিতি বিবেচনায়, জনগণকে টর্চ ও উষ্ণ কাপড় নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে।