করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটির আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়তে পারে। তবে এসময় যেসব অফিস খোলা রাখা খুবই প্রয়োজন তা খোলা থাকবে।

আজ মঙ্গলবার গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার গণভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগ, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন তিনি।

ভিডিও কনফারেন্সিংয়ের একপর্যায়ে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম ছুটি ও পয়লা বৈশাখের বিষয়ে প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা চান। তখন প্রধানমন্ত্রী বলেন, ‘৯ তারিখ পর্যন্ত ছুটি বাড়াতে হবে। তবে এটা সীমিত আকারে থাকবে। কিছু কিছু মানুষের জন্য চলাচলের সুযোগ করে দিতে হবে। একেবারে সব বন্ধ না, মানুষকে একেবারে আটকানো না। তবে যানবাহন চলাচল সীমিত রাখতে হবে। অন্তত ১৪ দিন পার হয়ে যাক।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস ভিডিও কনফারেন্সে বলেন, ‘৪ এপ্রিল পর্যন্ত তো ছুটি আছে, এখনো পাঁচ দিন সময় আছে, ক্যালেন্ডার দেখে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।’ এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি খুলতে চাই, যেকোনো সময় খুলে দিতে পারব। এখন থেকে যদি না বলি, মানুষ প্রস্তুতি নিতে পারবে না। স্রোতের মতো মানুষ চলে আসবে। তারপর আবার কী পরিস্থিতি হয় বলতে পারি না। তারপরও সব আটকাব না। কিছু কিছু জায়গা খুলে দেব। যেগুলো খুব জরুরি প্রয়োজন, সেগুলো চালু থাকবে।’

আহমদ কায়কাউস বলেন, ‘শিল্পকারখানা যেগুলো খুব প্রয়োজন, সেগুলো চালু রাখতে পারে। তবে যোগাযোগটা একটু আটকে রাখতে হবে। পরিবহনশ্রমিক, দিনমজুরদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিতে হবে। এ জন্য জেলা প্রশাসকদের কাছে আরেকটি বরাদ্দ পৌঁছে দেওয়া হবে।’

এদিকে, ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর সামারি আজ বি‌কেল সা‌ড়ে ৩টায় প্রধানমন্ত্রীর দপ্ত‌রে পৌ‌ঁছে‌ছে ব‌লে দৈনিক আমা‌দের সময়কে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের বি‌ধি ৪ অ‌ধিশাখার দা‌য়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস‌চিব কাজী মোহ‌াম্মদ সাইফুল ইসলাম। ছু‌টির প্রজ্ঞাপন‌টি আজ সন্ধ্যায় অথবা আগামীকাল বুধবার প্রকাশ হ‌বে ব‌লেও জানান তি‌নি।

কাগজে কলমে ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত হলেও ১১ এপ্রিল পর্যন্ত ছুটি থাকছে। কারণ ৯ এপ্রিল পবিত্র শবে বরাত। এরপরের দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর আগে ২৩ মার্চ সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার।