কক্সবাজার থেকে জ্বর, কাশি নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া ১৬ বছরের এক কিশোর আইশোলেশন ওয়ার্ডে মারা গেছেন । আজ বুধবার (১ এপ্রিল) দুপুর দিকে মারা যান বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। তিনি বলেন, কক্সবাজার থেকে ঠাণ্ডা, জ্বর নিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছিল সকালে। পরে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই কিশোরের কাছ থেকে স্যাম্পল সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়েছে করোনা ছিল কি-না তা যাচাই করার জন্য।
ওই কিশোরের নিউমোনিয়া এবং কিডনি সমস্যা ছিল বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, চট্টগ্রামের সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) আইসোলেশন ইউনিটে মারা যাওয়া এক নারী করোনাভাইরাসমুক্ত ছিলেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. আবুল হাসান। তিনি বলেন, ‘আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছিল। তার নমুনা করোনা পরীক্ষা করেছি। তিনি মূলত হাঁপানি ও ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন।