লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বেশ কিছু সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের বাড়িতে গিয়ে ত্রাণ ও মাস্ক বিতরণ করেন সস্ত্রীক ইউএনও-এসিল্যান্ড দম্পতি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী উপজেলা সিন্দুর্না ইউনিয়নের হরিজন, পরিচ্ছন্নতাকর্মী, কামার, নরসুন্দর ৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হ। এসময় ওই ৫০টি পরিবারের মাঝে ১০কেজি চাল, ৫কেজি আলু, ১কেজি ডাল, ১লিটার তেল ও ১টি করে সাবান বিতরণ করা হয়।
হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহম্মেদ বলেন, স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ইউএনও সামিউল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানাসহ উপজেলার সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধি সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করছেন। জেলা প্রশাসক আবু জাফর নিয়মিত আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম মনিটরিং করছেন।